নয়াদিল্লি: বিজেপি থেকে বহিষ্কৃত প্রবীণ আইনজীবী রাম জেঠমালানিকে রাজ্যসভার জন্য মনোনীত করল রাষ্ট্রীয় জনতা দল। একইভাবে তারা মনোনয়ন দিয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে। বিহারের ৭টি কাউন্সিল ও ৫টি রাজ্যসভা আসনের জন্য ১০ ও ১১ জুন ভোট হবে। ২৪৩জন বিধায়কের বিহার বিধানসভায় আরজেডি বিধায়কের সংখ্যা ৮০, ফলে সহজেই দুটি রাজ্যসভা আসন ও দুটি কাউন্সিলে তাদের জয় পাওয়ার কথা।
ছেলে মহেশ জেঠমালানি বিজেপি নেতা হলেও রাম জেঠমালানি লালুর হয়ে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা লড়ছেন। ফলে তাঁর এই মনোনয়নে কারও আশ্চর্য হওয়ার কথা নয়।
রাম জেঠমালানি, রাবড়ি দেবীকে রাজ্যসভায় পাঠাবে আরজেডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2016 04:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -