নয়াদিল্লি: বিজেপি থেকে বহিষ্কৃত প্রবীণ আইনজীবী রাম জেঠমালানিকে রাজ্যসভার জন্য মনোনীত করল রাষ্ট্রীয় জনতা দল। একইভাবে তারা মনোনয়ন দিয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীকে। বিহারের ৭টি কাউন্সিল ও ৫টি রাজ্যসভা আসনের জন্য ১০ ও ১১ জুন ভোট হবে। ২৪৩জন বিধায়কের বিহার বিধানসভায় আরজেডি বিধায়কের সংখ্যা ৮০, ফলে সহজেই দুটি রাজ্যসভা আসন ও দুটি কাউন্সিলে তাদের জয় পাওয়ার কথা।


ছেলে মহেশ জেঠমালানি বিজেপি নেতা হলেও রাম জেঠমালানি লালুর হয়ে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা লড়ছেন। ফলে তাঁর এই মনোনয়নে কারও আশ্চর্য হওয়ার কথা নয়।