মঞ্চে নীতীশ মোদীর সঙ্গে আর লালু দর্শকাসনে! তীব্র ক্ষোভ আরজেডি-র
ABP Ananda, web desk | 06 Jan 2017 01:59 PM (IST)
পটনা: নীতীশের ওপর ক্ষুব্ধ আরজেডি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগেই কেন্দ্রের নোট নোট বাতিলের সিদ্ধান্তে সমর্থনের কথা জানিয়েছেন। গতকাল পটনা একটি অনুষ্ঠানে বিহারে নীতীশের মদ নিষিদ্ধ করার পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে মোদী-নীতীশ ‘যুগলবন্দী’ বিহারে আরজেডি-জেডি-ইউ জোটেও প্রভাব ফেলেছে। গতকালের অনুষ্ঠানে মোদীর সঙ্গে মঞ্চে বসেছিলেন নীতীশ। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বসেছিলেন দর্শকাসনে। এজন্য নীতীশকে নিশানা করেছে আরজেডি। দলের নেতা রঘুবংশ প্রসাদ যাদব বলেছেন বিহারে দুই দলের মহাজোট চোখে পড়ছে না। জেডি-ইউ সর্বত্রই দাপট দেখাচ্ছে। জোট থাকলেও তো মঞ্চে লালুপ্রসাদকেও দেখা যেত। রঘুবংশ বলেছেন, মানুষ এটা আদৌ ভালোভাবে নেয়নি। তাঁরা লালু যাদবকে দর্শকাসনে বসতে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন। বিহারে মহাজোট রয়েছে। তাই জোটের প্রত্যেক নেতারই মঞ্চে থাকা উচিত ছিল। কিন্তু দেখেশুনে মনে হচ্ছে, রাজ্যে শুধু জেডি-ইউ-র সরকার চলছে। এ ব্যাপারে নীতীশ প্রোটোকল সংক্রান্ত যে ব্যাখ্যা দিয়েছেন তা মানতে নারাজ আরজেডি নেতা। তিনি বলেছেন, এখন নীতীশ যদি বলেন যে অনুষ্ঠান সঠিকভাবেই আয়োজন করা হয়েছিল, তখন আর কী বলা যাবে। কিন্তু বিহারের মানুষ এই ঘটনা পছন্দ করছেন না। উল্লেখ্য, গতকাল দশম শিখ গুরু গোবিন্দ সিংহর ৩৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মোদী।