বরেলি: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের বরেলি। গতকাল গভীর রাতে যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জীবন্ত পুড়ে মারা গেলেন ২২ জন বাস যাত্রী। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
গতকাল রাত দেড়টা নাগাদ বাসটি দিল্লির আনন্দবিহার থেকে যাচ্ছিল উত্তরপ্রদেশের গোন্ডায়। ২৪ নম্বর জাতীয় সড়কে, বরেলিতে একটি ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ হয়। বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে গিয়ে আগুন ধরে যায় বাসে। পিছনের দরজা বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রী বার হতে পারেননি। ভেতরে আটকে পড়ে মুহূর্তের মধ্যে পুড়ে তাঁদের মৃত্যু হয়। দমকল এসে আগুন নেভায় ঠিকই কিন্তু ততক্ষণে যা প্রাণহানি হওয়ার হয়ে গিয়েছে।
বাসে ৩৭জন যাত্রী ছিলেন বলে অনুমান করছে পুলিশ। বাস চালক জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমোচ্ছিলেন, বাস চালাচ্ছিলেন দ্বিতীয় চালক।
হাতে গোনা কয়েকজন যাত্রী বাসের জানলা থেকে লাফিয়ে প্রাণ বাঁচিয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় সিদ্ধিবিনায়ক হাসপাতালে।
গত মাসের ২০ তারিখ উত্তরপ্রদেশেরই বান্দায় যাত্রীবোঝাই বাসে আগুন লেগে ৪ জনের মৃত্যু হয়।
উত্তরপ্রদেশের বরেলিতে যাত্রীবোঝাই বাসের সঙ্গে সংঘর্ষ ট্রাকের, ২২ জন জীবন্ত দগ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2017 08:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -