নয়াদিল্লি: মুকেশ অম্বানি, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সবচেয়ে বৃহৎ অংশের শেয়ার হোল্ডার আজ জিও-র ১৭০ দিন পূরণের জন্যে গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে, এই মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নয়া পরিষেবা ঘোষণা করলেন।
- তারমধ্যে গুরুত্বপূর্ণ এই মোবাইল নেটওয়ার্কে রোমিং পরিষেবা এবং ভয়েস কল ফ্রি থাকবে। এছাড়া এই পরিষেবার প্রাইম গ্রাহকদের জন্যে হ্যাপি নিউ ইয়ার অফারের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করার ঘোষণা করেছেন। তবে এই সুবিধা পেতে মাসে ৩০৩ টাকা দিতে হবে এবং এককালীন ৯৯ টাকা দিতে হবে ইন্ট্রোডাকটারি অফার হিসেবে।
- জিও-র তরফে দাবি করা হয়েছে এত স্বল্পমূল্যে পরিষেবা দেওয়ার জন্যে প্রতিদিন প্রতি সেকেন্ড সাতজন করে গ্রাহক যোগ হয়েছে জিও-র গ্রাহক তালিকায়।
- মুকেশ অম্বানির রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড বা জিও-র গ্রাহকরা প্রতিমাসে ১০০ কোটি জিবির ডেটা ব্যবহার করেন। যেটা প্রতিদিনের হিসেবে ৩.৩ কোটি জিবির চেয়েও বেশি। এরফলে ভারত মোবাইল ডেটা ব্যবহারে শীর্ষ স্থানে পৌঁছে গেছে।
- এছাড়া ঘণ্টায় ৫.৫ কোটি ভিডিও জিও নেটওয়ার্কের সাহায্যে চলে। তাই সেই নেটওয়ার্ককে আরও দ্রুত এবং বাধা-বিঘ্নহীন করাই লক্ষ্য জিও-র।
- সেকথা মাথায় রেখে অন্য টেলিকম সংস্থার সমান ট্যারিফ চার্জ হলেও, ২০ শতাংশ বেশি ডেটা দেওয়ার ঘোষণা মুকেশ অম্বানির।
- মুকেশ অম্বানির দাবি, আগামী দিনে দেশের ৯৯ শতাংশ মানুষই জিও পরিষেবা ব্যবহার করবে।
- তবে আগামী পয়লা এপ্রিল থেকে জিও ট্যারিফ প্ল্যান পরিষেবা চালু হবে। এরফলে জিও গ্রাহকরা সমস্ত সুবিধাই ভোগ করতে পারবেন আগামী একবছর তবে মাসে ৩০৩ টাকা দিতে হবে, এবং শুরুতে ৯৯ টাকা দিতে হবে।
- জিও গ্রাহকবান্ধব সংস্থা। তাই এই সংস্থার প্রযুক্তি এবং বিনিয়োগ সবকিছুরই মূল লক্ষ্য জিওর ডেটা পরিষেবাকে আরও শক্তিশালী করা।