লুধিয়ানা: ঝিলম এক্সপ্রেসের কামরায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে জিনিসপত্র ও নগদ অর্থ মিলিয়ে কয়েক লাখ টাকা লুঠপাট করল দুষ্কৃতীরা। পুনে থেকে জম্মুগামী এই ট্রেনের দুটি কামরায় হামলা চালায় তারা।

লুধিয়ানায় নেমে যাত্রীরা জানিয়েছেন, ভোর ৪টে থেকে ৭টার মধ্যে কেউ একজন তাঁদের কামরায় বিষাক্ত গ্যাস স্প্রে করে দেয়। ফলে জ্ঞান হারান তাঁরা। পরে জ্ঞান ফিরলে দেখেন গায়েব যাবতীয় জিনিসপত্র।

এর আগে ঝিলম এক্সপ্রেস যখন মধ্যপ্রদেশের বাসোদা গঞ্জ স্টেশনে দাঁড়ায়, তখন গুজব ছড়িয়ে দেওয়া হয় এ ওয়ান কোচে বোমা রয়েছে। পরে ওই কোচেই ছড়িয়ে দেওয়া হয় গ্যাস।

পরে জানা যায়, এ ওয়ান ও বি ফাইভ কোচের অন্তত ৫ পরিবারের সর্বস্ব লুঠ করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, ট্রেনে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, ছিল না পুলিশও। যাত্রীদের নিরাপত্তার কোনও ব্যবস্থাই ছিল না। আরও অভিযোগ, দিল্লি নেমে লুঠের ব্যাপারে জানানো হলেও নির্বিকার ছিল দিল্লি পুলিশ। তখন রেল মন্ত্রকে টুইট করে বিষয়টি জানান তাঁরা। এরপর পুলিশ এফআইআর নিতে রাজি হয়।

আরপিএফ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।