নয়াদিল্লি: ডাকাতি বা ছিনতাই করতে এসে হাতের সামনে যা পায় সেটাই সাধারণত নিয়ে পালায় দুষ্কৃতীরা। তারা হিসেব করে টাকা নিয়ে বাকিটা রেখে গিয়েছে বলে এর আগে শোনা যায়নি। কিন্তু পূর্ব দিল্লির বিকাশ মার্গ অঞ্চলে একটি এটিএমে এমনই আজব কাণ্ড দেখা গিয়েছে। ৮ লক্ষ ৬২ হাজার টাকা নিয়ে বাকি টাকা সযত্নে রেখে চলে গিয়েছে ডাকাত দল।
ডেপুটি পুলিশ কমিশনার ওমবীর সিংহ বলেছেন, এটিএম মেশিন না ভেঙেই টাকা বার করে নেওয়া হয়েছে। তদন্তে ঘটনাস্থল থেকে এটিএম মেশিনের যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। এটিএম মেশিনের পাসওয়ার্ড বা অভ্যন্তরীণ তথ্য ছাড়া কারও পক্ষে সহজে সেটা খোলা সম্ভব নয়। সেই কারণে তাঁদের সন্দেহ, সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করেছে পুলিশ। ডাকাত দল টাকা লুঠ করার আগে সিসিটিভি ক্যামেরার অবস্থান বদল করে দেওয়ায় তাদের ছবি ধরা পড়েনি। তা সত্ত্বেও পুলিশ দ্রুত এই ঘটনার কিনারা করে ফেলার বিষয়ে আশাবাদী।
দিল্লিতে এটিএম থেকে ৮.৬২ লক্ষ টাকা নিয়ে বাকি টাকা রেখে পালাল ডাকাতরা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jan 2017 09:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -