সরকারি দফতর থেকে ৭৫ হাজার টাকার জিনিষ চুরি করে ‘আমি দুঃখিত’ লিখে পালাল চোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2016 10:02 AM (IST)
মু্ম্বই: চুরি করে চোর আবার লিখে যাচ্ছে ‘আমি দুঃখিত’, এমন ঘটনা কখনও দেখেছেন? শুধু তাই নয় চুরি যাওয়া জিনিষ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে চোর। হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে এবং তাজ্জব হয়ে গেছে মহারাষ্ট্রের কোলহাপুর থানার পুলিশ। পশ্চিম মহারাষ্ট্রের কোলহাপুর শহরের সরকারি দফতর থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের জিনিষ চুরি করে চোর একটি কাগজে ‘আমি দুঃখিত’ লিখে পালিয়েছে। শুধু তাই নয়, চোর নিশ্চিত করে গেছে, পাঁচ বছর বাদে সে এই সমস্ত জিনিষ ফেরত দিয়ে যাবে। চোরের লক্ষ্যে ছিল সেখানকার পশুপালন দফতরের অফিসটি। পশুপালন দফতর থেকে তিনটি কম্পিউটার, একটি জেরক্স করার মেশিন চুরি করে পালিয়েছে সেই চোর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে, সেখানকার কর্মীদের অফিস ছুটি হয়ে যাওয়ার পর। সোমবার অফিস খোলার পর ঘটনাটি সামনে আসে। এই ঘটনায় তাজ্জব হয়ে গেছে সেখানকার পুলিশ। গত কুড়ি বছরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশকর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের ধারণা এই ঘটনার পেছনে থাকতে পারে কোনও ছাত্র, যার হয়তো এই সময় প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে।