দেরাদুন: মৃত ঘোড়া শক্তিমানের পক্ষ নিয়ে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক গণেশ জোশীর সঙ্গে একচোট ঝামেলা করেছিলেন তিনি। আচমকা এমন দাবি করে সব্বাইকে চমকে দিয়েছেন সনিয়া গাঁধীর জামাই রবার্ট ভঢরা। সংবাদসংস্থার কাছে তাঁর দাবি, দেরাদুন বিমানবন্দরে তাঁর দেখা হয় শক্তিমানের আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত গণেশ জোশীর সঙ্গে। তাঁর সঙ্গে শক্তিমানের প্রসঙ্গ তুলতেই গণেশ নাকি ভঢরাকে চিৎকার করে হুমকি দেওয়া শুরু করেন। কিন্তু প্রিয়ঙ্কার স্বামী নাকি তাঁকে বলেন, শক্তিমান কথা বলতে না পারলেও তাঁকে থামানো যাবে না।


এরপর অশান্তি তৈরি করার জন্য গণেশ ও তাঁর দলবলকে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় বলে রবার্ট ভঢরার দাবি।

গণেশ জোশীকে পাওয়া না যাওয়ায় ভঢরার দাবির সত্যতা যাচাই করা যায়নি। বিজেপি মুখপাত্র নলিন কোহলি মন্তব্য করেছেন, কোনও ভারতীয় নাগরিকের যে কোনও ইস্যুতে নিজস্ব মতামত জানানোর অধিকার রয়েছে। তবে ভঢরাকে যে সব ব্যাপারে প্রশ্ন করা হয়, সে সব নিয়ে মুখ খুলতে পছন্দ করেন না তিনি। তাঁর ব্যবসা ও ব্যবসায়িক বোঝাপড়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সে সব নিয়ে তিনি মুখ খুললে গোটা দেশ সে ব্যাপারেও তাঁর মতামত জানতে পারবে।

দেরাদুনে বিজেপির একটির প্রতিবাদ মিছিল চলার সময় আহত হয় পুলিশের ঘোড়া শক্তিমান। দেখা যায়, তার গায়ে বহু আঘাতের চিহ্ন। কেটে বাদ দিতে হয় তার পিছনের পা। দিন ১৫ পরে, নকল পা পরানোর সময় মারা যায় সে। শক্তিমানকে মারধর করার অভিযোগে গ্রেফতার হন বিজেপি বিধায়ক গণেশ জোশী। তাঁকে ১৪ দিন জেল খাটতে হয়। যদিও শক্তিমানকে তিনি মারেননি বলে বারবার দাবি করেছেন তিনি।