নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতির অভিযোগের জবাব দিতে কংগ্রেসের মিছিল। সামিল সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, মনমোহন সিংহ। আর তখনই কংগ্রেসের অন্দরমহলে যথেষ্ট তাৎপর্যবাহী একটি ঘটনার সাক্ষী হল ভারতীয় রাজনীতি। যন্তর মন্তরে শুরু হওয়া ওই মিছিলে সনিয়া- রাহুলের ছবির পোস্টারে দেখা গেল রবার্ট ভঢরার ছবি। তাও আবার সে ছবি ছোট করে একপাশে নয়, রীতিমত মা ছেলের ছবির মাঝখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলে এভাবে সনিয়া জামাতার ছবিকে গুরুত্ব দেওয়ার তাৎপর্য কী? এর আগে রবার্ট ভঢরা ঠারেঠোরে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেও সেই ইচ্ছাকে কংগ্রেসি হাইকম্যান্ড কখনওই তেমন গুরুত্ব দেয়নি। বরং রবার্টের স্ত্রী প্রিয়ঙ্কাকে রাজনীতির ময়দানে নিয়ে আসতে অনেক বেশি উৎসাহী ছিল তারা। রাহুলেরও এ বছরই কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছে। তা ছাড়া ভঢরা যে কলঙ্কমুক্ত তাও নন, হরিয়ানায় জমি কেলেঙ্কারির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। সেখানে গাঁধী পদবিধারী নন এমন কাউকে সনিয়া- রাহুলের পোস্টারে এমন গুরুত্ব দিয়ে তুলে ধরা নানা সংশয়ের জন্ম দিয়েছে কংগ্রেসের অন্দরমহলেই। প্রশ্ন উঠেছে, রাহুল একের পর এক ভোটে ব্যর্থ ও প্রিয়ঙ্কা রাজনীতিতে আসতে আগ্রহী না হওয়ায় এবার কি বাধ্য হয়ে ভঢরাকেই তুলে ধরবে দশ নম্বর জনপথ? দলের কপাল ফেরাতে এখন থেকে কি জামাতা ভাগ্যেই ভরসা রাখবেন সনিয়া গাঁধী?