দু’পক্ষের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিংও হয়। সেই বৈঠক চলাকালীনও পাক নাগরিকরা লাগাতার ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিএসএফ সূত্রে খবর, কাল ফের এনিয়ে একটি ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা।
সাধারণত প্রতিদিনই দুদেশের মধ্যে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু দুদেশের মধ্যে বর্তমান যা পরিস্থিতি, তাতে পাথর ছোঁড়ার ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে।