মুম্বই: আগামীকাল বাবাসাহেব অম্বেডকরের ১২৫-তম জন্মবার্ষিকী। ভারতের  সংবিধানের মূল কারিগরের জন্মদিনে বৌদ্ধধর্মে দীক্ষা নেবে রোহিত ভেমুলার পরিবার। রোহিতের মা, ভাইকে দীক্ষা দেবেন বৌদ্ধ ভিক্ষুরা। দাদারের অম্বেডকর ভবনে অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন অম্বেডকরের নাতি প্রকাশ অম্বেডকর।

এই প্রাক্তন এমপি বলেছেন, রোহিতের পরিবার আমাদের  কাছে আবেদন করেছিল। সেজন্যই আমরা ওদের বৌদ্ধধর্মে দীক্ষা নেওয়ার আয়োজন করেছি। রোহিতের ভাই রাজা ভেমুলা বৌদ্ধধর্মে দীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, দলিত গবেষক রোহিত গত জানুয়ারি মাসে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে  সেখানকার কর্তৃপক্ষের আচরণে ক্ষোভে, অপমানে আত্মঘাতী হন। গোটা ভারতে ঝড় তোলে সে ঘটনা।