রোহটক:রোজকার মতো স্কুটিতে চড়ে হরিয়ানার রোহটকের ঝজ্জরে নিজের অফিসে আসছিলেন একটি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার ডিম্পি গুলাটি। বিজয় নগরে  অফিসের সামনে দাঁড়ানো মাত্রই পিছন থেকে একজন বাইক আরোহী ডিম্পির পার্স ছিনিয়ে চম্পট দিল। পার্সে ছিল টাকাপয়সা,মোবাইল ও অন্যান্যা কাগজপত্র। প্রথমটা হকচকিয়ে গেলেও আর দেরি করেননি ২৩ বছরের ডিম্পি। স্কুটি ঘুরিয়ে তাড়া করেন ছিনতাইবাজকে। সে তখন অনেকটা এগিয়ে গেছে। কিন্তু দমবার পাত্র নন ডিম্পি। একটা সময় সামনে থেকে একটা গাড়ি চলে আসায় ছিনতাইবাজ তার বাইকের গতি কমাতে বাধ্য হয়। এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন ডিম্পি। স্কুটির গতি আরও বাড়িয়ে পিছন থেকে ছিনতাইকারীর বাইকে ধাক্কা মারেন তিনি। মাটিতে পড়ে যায় সে। তার কাছ থেকে পার্স নিয়ে চিত্কার চেঁচামেচি শুরু করেন ডিম্পি।

লোকজনের হাতে ধরা পড়ে যাবে ভেবে নাটক করার চেষ্টা করে দুষ্কৃতী। রাস্তার ধারে পড়ে থাকা একটা ইঁট কুড়িয়ে নিজেকে জখম করে এর দায় ডিম্পির ঘাড়ে চাপানোর হুমকি  দেয় সে। কিন্তু এই ফন্দিতে সফল হয়নি সে। লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত ছিনতাইকারীর নাম সন্দীপ (৩৫)। সে মাদকাসক্ত।

প্রতিকূল পরিস্থিতিতেও ব্যতিক্রমী সাহস দেখানোর জন্য ডিম্পিকে বিশেষভাবে সম্মানিত করেছে পুলিশ।

এদিকে, ছিনতাইকারীদের সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারলে হরিয়ানার মুখ্যমন্ত্রী ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন।