ভূবনেশ্বর: শুধু তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ই নন। রোজভ্যালিকাণ্ডে সিবিআই-রাডারে আরও ৪ প্রভাবশালী! সৌজন্যে রোজভ্যালির মেরুন ডায়েরি।
সিবিআই সূত্রে খবর, রোজভ্যালিকাণ্ডে তদন্তকারীদের সামনে তথ্যের ঝুলি উপুড় করে দিয়েছে এই ডায়েরি। সূত্রের খবর, ডায়েরির পাতায় ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। এই সব প্রভাবশালী বিভিন্ন সময়ে রোজভ্যালির থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের।
সিবিআই সূত্রে খবর, তৃণমূল সাংসদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেরা পর্ব মিটলেই শুরু হবে বাকি প্রভাবশালীদের তলব। সিবিআইয়ের প্রথম তালিকায় নাম ছিল তৃণমূলের দুই সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে এই দু’জনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তলবের জন্য তৈরি সিবিআইয়ের দ্বিতীয় তালিকা।
সিবিআই সূত্রে খবর, এই তালিকায় নাম রয়েছে ৪ প্রভাবশালীর। আপাতত তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শেষ পর্যায়ে। কিন্তু, এই ৪ প্রভাবশালী কারা?
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ৪ প্রভাবশালীর মধ্যে রয়েছেন, রাজ্যের এক প্রাক্তন ও বর্তমান মন্ত্রী! এই সব প্রভাবশালীরা কীভাবে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান থেকে লাভবান হয়েছেন? বিনিময়ে রোজভ্যালিকে কী দিয়েছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে সিবিআই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রোজভ্যালি: এবার সিবিআই-রাডারে মেরুন ডায়েরিতে নাম থাকা আরও ৪ প্রভাবশালী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2017 08:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -