রোজভ্যালিকাণ্ডে ২ তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব সিবিআইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2016 08:42 PM (IST)
কলকাতা ও নয়াদিল্লি: রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে তলব করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তাদের হাতে এমন নথি উঠে এসেছে, যাতে দেখা যাচ্ছে তাপস পাল রোজভ্যালি থেকে একাধিকবার টাকা পেয়েছেন। এই টাকা তাঁকে কেন দেওয়া হয়েছে, তা-ই জানতে চান গোয়েন্দারা। সেজন্যই এসপ্তাহে তাপস পালকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। অন্যদিকে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ফের নোটিস পাঠিয়ে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই তাঁকে দু’বার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একবার লিখিতভাবে, আরেকবার মৌখিকভাবে। কিন্তু, সুদীপ চিঠি পাঠিয়ে জানান তিনি পরে আসবেন। এই প্রেক্ষিতে সিবিআই ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে সামনের সপ্তাহে তলব করল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -