ভূবনেশ্বর: রোজভ্যালিকাণ্ডে ফের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন ধৃত তৃণমূল সাংসদকে ১২ জানুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠিয়ে দেন বিচারক। জানা গিয়েছে, এদিন ভুবনেশ্বর আদালতে পেশ করা হলে শুনানিতে সাংসদের ৮ দিনের জন্য হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার আদালতে সিবিআইয়ের আইনজীবী জোরাল সওয়াল করেন, গত ছ’দিনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে অনেক নতুন তথ্য মিলেছে। সেগুলি খতিয়ে দেখে তৃণমূল সাংসদকে ফের জেরা করতে হবে। তাই তাঁকে সিবিআইয়ের হেফাজতেই পাঠানো হোক।
এর আগে, এদিন আদালতে যাওয়ার পথে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সংসদে কথা বলেছি বলে গ্রেফতার করেছে। বাজেট অধিবেশন অবধি আটকে রাখবে। সেই প্রেক্ষিতে,
আদালতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, এমাসের শেষে সংসদে বাজেট অধিবেশন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দলনেতা। তিনি সেখানে না থাকলে কীকরে চলবে? সোমবারও রেলের স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল। কিন্তু, সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারেননি।
একথা শুনে সিবিআইয়ের আইনজীবী তাঁকে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তদন্ত হচ্ছে। সাংসদ হলেই সব সুবিধা পাওয়া যায় না। রোজভ্যালিকাণ্ডে বিদেশে টাকা পাচার করা হয়ে থাকতে পারে। তারও তদন্ত করতে হবে।
আদালতে দাঁড়িয়ে গৌতম কুণ্ডুর ছেলের স্কুলে ভর্তির জন্য সুদীপের সুপারিশ-চিঠির প্রসঙ্গও টানেন সিবিআইয়ের আইনজীবী। দাবি করেন, ছেলের স্কুলে ভর্তির পর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সেন্ট জেভিয়ার্স স্কুলে প্রায় এক কোটি টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু।
যদিও, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের সওয়ালকে ভিত্তিহীন বলে দাবি করেন। পাল্টা সিবিআইয়ের আইনজীবীও বলেন, ভিত্তি আছে কি না জানতে হলে, কেস ডায়েরি দেখে নিন। গোপন জবানবন্দি দেখে নিন।
প্রায় দেড় ঘণ্টা সিবিআইয়ের কেস ডায়েরি দেখেন বিচারক। সেখানে থাকা ভিডিও ফুটেজও দেখেন বিচারক। তারপর সুদীপকে ১২ জানুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন তিনি।
এদিকে, সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালিকাণ্ডের তদন্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে তাঁদের হাতে অন্যতম অস্ত্র পাঁচজনের গোপন জবানবন্দি। সিবিআই সূত্রে দাবি, এদের মধ্যে দু’জন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সহযোগী। একজন রোজভ্যালির ট্রাভেল এজেন্ট এবং এবং সংস্থার আরও দু’জন কর্মী।
এই পাঁচজনের গোপন জবানবন্দি থেকে কী তথ্য মিলেছে? সিবিআই সূত্রে দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুই প্রাক্তন সহযোগী জানিয়েছেন, তাঁরা রোজভ্যালির দফতর থেকে সুদীপের জন্য টাকা নিয়ে এসেছেন। যদিও, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাল্টা প্রশ্ন, টাকা ওনার কাছে পৌঁছেছে এমন প্রমাণ কি আছে?
সিবিআই সূত্রে দাবি, রোজভ্যালির ট্রাভেল এজেন্ট জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার খরচ মেটায় গৌতম কুণ্ডুর সংস্থাই। গোয়েন্দাদের দাবি, এই তথ্যগুলিকে সামনে রেখেই তাঁরা মামলা সাজাচ্ছেন।
সিবিআই সূত্রে খবর, সারদার একটি মামলায় সুদীপ্ত সেনকেও তারা নতুন করে হেফাজতে নিতে চায়। ভুবনেশ্বর আদালতে এই মর্মে আবেদনও জানানো হয়েছে।