ভূবনেশ্বর: কলকাতা, দিল্লির পর এবার ভুবনেশ্বর। রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল যেখানে রয়েছেন, গ্রেফতারির প্রতিবাদে সেখানেই বিক্ষোভ দেখাতে চলেছে তৃণমূল। সিবিআইয়ের অফিস থেকে তিন কিলোমিটার দূরে এই লোয়ার পিএমজি স্কোয়ারে মঙ্গলবার তৃণমূলের সভা। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় মিছিল করেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে অভিযান চালাতে গিয়ে আটক হয়েছেন দলের সাংসদরা।
রবিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ভুবনেশ্বর পৌঁছে রাজ্যের শাসক দলের নেতারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন প্রতিবাদের এই স্বর আগামীদিনেও চড়া থাকবে।
দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, অনেক লিস্ট হবে তৃণমূলকে শায়েস্তা করতে। রাজনৈতিকভাবে মোকাবিলা।হামলা হলে সামলে নেব। ওবেলায় বলেছি।
তৃণমূলের যে প্রতিনিধি দলটি রবিবার ভুবনেশ্বরে যায়, তাতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মণীশ গুপ্ত। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে তাঁরা প্রথমেই যান লোয়ার পিএমজি স্কোয়ারে। সভার প্রস্তুতি দেখতে। সেখান থেকে বিকেল চারটে নাগাদ তৃণমূল নেতারা যান সিবিআই অফিসে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।
সুদীপের সঙ্গে দেখা করে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বন্ধু হিসেবে দেখা। মনোবল তুঙ্গে। বলেছে চিন্তা কোরো না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা করতে যান তাঁর স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও।
অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারির প্রতিবাদ অব্যাহত এরাজ্যেও। রবিবার সকালে শ্যামনগরে দীর্ঘক্ষণ রেল অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
চূড়ান্ত দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারির প্রতিবাদে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত মিছিল করেন মহিলা তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও।