নয়াদিল্লি: প্রায় ৩,৭০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে গ্রেফতার করা হল রোটোম্যাক পেন সংস্থার কর্ণধার বিক্রম কোঠারি ও তাঁর ছেলে রাহুলকে। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই আজ বিক্রম ও রাহুলকে গ্রেফতার করল সিবিআই।

ইলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রোটোম্যাক কর্ণধার ৩,৬৯৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে গতকাল দীর্ঘক্ষণ বিক্রম ও রাহুলকে জেরা করে সিবিআই। বিক্রম ব্যাঙ্কগুলি থেকে ঋণ নেওয়ার কথা স্বীকার করলেও, ফেরত না দেওয়ার কথা অস্বীকার করেন। আজ তদন্তকারীরা কানপুরে বিক্রম ও রাহুলের বাসভবন ও অফিসে তল্লাশি চালান। এরপরেই তাঁদের গ্রেফতার করা হল।

বিক্রমের বাবা মনসুখভাই কোঠারি ‘পান পরাগ’-কে জনপ্রিয় করে তুলেছিলেন। ১৯৯৯ সালে পারিবারিক ব্যবসা ভাগ হয়ে যায়। বিক্রমের ভাই দীপক পান পরাগের দায়িত্ব নেন এবং বিক্রম স্টেশনারি ও পেনের দায়িত্ব নেন। গত বছরের ফেব্রুয়ারিতে বিক্রমকে ঋণখেলাপী হিসেবে ঘোষণা করা হয়। তাঁদের একের পর এক সম্পত্তি নিলাম করা হয়। এবার গ্রেফতার হলেন বিক্রমরা।