নয়াদিল্লি: খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের ক্যালেন্ডার ও ডায়েরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা নিয়ে বিতর্ককে অপ্রয়োজনীয় বলে দাবি করল প্রধানমন্ত্রীর দফতর।

মহাত্মা গাঁধীর বদলে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী এই বিতর্কে মোদীকে কটাক্ষ করেছেন।

বিতর্ক থামানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতরের সাফাই, শুধু গাঁধীজির ছবিই ব্যবহার করতে হবে, এমন কোনও নিয়ম নেই। অতীতেও গাঁধীজির ছবি ছাড়াই খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের ক্যালেন্ডার ছাপা হয়েছে। ১৯৯৬, ২০০২, ২০০৫, ২০১১, ২০১২, ২০১৩ এবং গত বছরের ক্যালেন্ডারে গাঁধীজির ছবি ছিল না। তাই গাঁধীজির বদলে মোদীর ছবি ছাপার প্রশ্নই উঠছে না। প্রধানমন্ত্রী গরিব মহিলাদের চরকা বিলি করেছিলেন। সেই ছবিই ছাপা হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কংগ্রেসের ৫০ বছরের শাসনকালে খাদির পণ্যের বিক্রি ২ থেকে সাত শতাংশের বেশি ছিল না। কিন্তু গত দু বছরে বিক্রি বেড়ে হয়েছে ৩৪ শতাংশ। মোদী যুবসমাজের আইকন। সারা বিশ্বে খাদির জনপ্রিয়তা বৃদ্ধি সেটারই প্রমাণ।