মুম্বই: বলিউড অভিনেত্রী সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি জানাল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র মহিলা সংগঠন। উল্লেখ্য, একটি কোম্পানির কন্ডোমের বিজ্ঞাপনে দেখা যায় সানি লিওনকে।
আরপিআই (এ)-র মহিলা সংগঠনের নেত্রী শীলা গ্যাংগুর্দে বলেছেন, ওই বিজ্ঞাপনের প্রচারে নারীকে পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে এবং তা মহিলা দর্শকদের কাছে বিড়ম্বনার কারণ। এতে খুবই অশ্লীল দৃশ্য রয়েছে।
শীলা আরও বলেছেন, ওই বিজ্ঞাপণ যখন টেলিভিশনে চলে তখন তা পরিবারের সবার পক্ষে একসঙ্গে দেখা খুবই অস্বস্তিকর বিষয় হয়ে উঠেছে।
শীলা আরও বলেছেন, মহিলা দর্শক সহ অন্যান্যদের কাছ থেকে ওই বিজ্ঞাপন সম্পর্কে অজস্র অভিযোগ পেয়েছেন তাঁরা। এই বিজ্ঞাপনের পাশাপাশি অন্যান্য কন্ডোম বা গর্ভনিরোধকের বিজ্ঞাপনও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে আরপিআই (এ)-র মহিলা শাখা।
শীলার দাবি, সানির ওই বিজ্ঞাপন পুরুষদের প্ররোচিত করে এবং তা ভারতীয় সমাজের মূল্যবোধ, নৈতিকতার পরিপন্থী।
কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাভালের নেতৃত্বাধীন আরপিআই (এ) ওই বিজ্ঞাপন প্রত্যাহারের উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে এক সপ্তাহ সময়সীমা ধার্য করেছে। এর মধ্যে ওই বিজ্ঞাপন বন্ধ না হলে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে দল।
সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি আরপিআইয়ের
ABP Ananda, web desk
Updated at:
17 Apr 2017 07:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -