ভারুচ: গুজরাতে ফের উদ্ধার হল বিপুল পরিমাণে বাতিল নোট। রাজকোটে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটে এক কোটি টাকা উদ্ধার হওয়ার একদিন পরেই এবার ভারুচেও একই ঘটনা দেখা গেল। ভারুচ থেকেও উদ্ধার হল এক কোটিরও বেশি টাকা। চার জনকে গ্রেফতার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক বলেছেন, স্পেশাল অপারেশনস গ্রুপ শীতল চক অঞ্চলে একটি গাড়িকে আটক করে। সুরাত থেকে আসা ওই গাড়িতে ১০০০ ও ৫০০ টাকার ১১,৩২২টি নোট ছিল। মোট এক কোটি এক লক্ষ ৯৮ হাজার টাকা ছিল। গাড়িতে থাকা চার জন ওই টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেনি। সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে চতুর সিংহ সোধা রাজস্থানের বারমেরের বাসিন্দা। ডেনিস গঙ্গানি গুজরাতের ভাবনগরের বাসিন্দা। হিমাংশু মেগদানি ও বিরল রণপারিয়া সুরাতের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ভারুচ সি ডিভিশন থানায় এফআইআর করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মোবাইল ফোন এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা কমিশনের বিনিময়ে ওই নোট বদল করতে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য সুরাতে গিয়েছে স্পেশাল অপারেশনস গ্রুপের একটি দল।
গুজরাত থেকে উদ্ধার বাতিল নোটে এক কোটি টাকা, গ্রেফতার ৪
Web Desk, ABP Ananda
Updated at:
28 May 2017 04:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -