তিরুপতি: রাজ্য থেকে কেউ নোবেল পুরস্কার জিতলে, তাঁকে দেওয়া হবে ১০০ কোটি টাকা পুরস্কার। ঘোষণা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। সম্প্রতি, জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত খুদে পড়ুয়াদের উদ্দেশ্যে নাইডু উপদেশ দেন, কাজকে উপভোগ করতে এবং লক্ষ্যপূরণ করতে কঠোর পরিশ্রম করতে। তিনি বলেন, ছোট প্রবর্তনই একদিন বড় আবিষ্কার হয়ে সামনে আসবে। এরপরই পড়ুয়াদের উৎসাহ দিতে তিনি ১০০ কোটির পুরস্কার অঙ্কের কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৫ সালে পদার্থবিদ্যায় নোবেলজয়ী জাপানের বিজ্ঞানী তাকাকি কাজিতা।