মধ্যপ্রদেশে ৫০০ জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ১০০ কোটি
ABP Ananda, web desk | 24 Dec 2016 08:27 AM (IST)
ইন্দওর: গত ৮ নভেম্বর নোট বাতিলের পর পশ্চিম মধ্যপ্রদেশের ৫০০ টি জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ১০০ কোটি টাকা। আয়কর দফতর সূত্রে এখবর জানা গিয়েছে। আয়কর বিভাগের তদন্ত শাখার অতিরিক্ত নির্দেশক প্রশান্ত ঝা বলেছেন, ৫০০ জনধন অ্যাকাউন্টে সামঞ্জস্যহীনভাবে এত পরিমাণ টাকা জমা পড়ার বিষয়টি নজরে এসেছে এবং এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশের ১৬ টি জেলায় নোট বাতিল পরবর্তী পর্বে আরও বিভিন্ন ব্যাঙ্কের ৫০০ টি সাধারণ অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার বেশি জমা পড়ার বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইন্দওর অঞ্চলের মুখ্য আয়কর কমিশনার।