চেন্নাই: এআইএডিএমকের জয়া টিভি ও জেলবন্দি ভি কে শশীকলার নিকটাত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়ে ১,৪৩০ কোটি টাকার অঘোষিত সম্পত্তির হদিস পেল আয়কর দফতর। শশীকলার ভাই ভি কে দিনকরণও রয়েছেন এঁদের মধ্যে।


আধিকারিকরা জানিয়েছেন, নগদ ৭ কোটি টাকা উদ্ধার করেছেন তাঁরা, পাওয়া গিয়েছে ৫ কোটির স্বর্ণালঙ্কার ও হীরের গয়নার বহুমূল্য সম্ভার, যার দাম এখনও নির্ধারণ করা যায়নি। এ জন্য হীরে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।

তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পন্ডিচেরী ও দিল্লিতে শশীকলা ও তাঁর আত্মীয়দের ১৮৭ টি ঠিকানায় তল্লাশি চালায় আয়কর। ৫ দিন ধরে চলে তল্লাশি। তাদের দাবি, অঘোষিত সম্পত্তির মোট অর্থমূল্য ১,৪৩০ কোটির থেকে ঢের বেশি। এছাড়াও দেশের অন্যত্র বহু টাকা জমা করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ সহচরী শশীকলার আত্মীয়রা বেশ কয়েকটি ভুয়ো সংস্থাও চালান বলে অভিযোগ। এছাড়াও আপত্তিকর বহু নথিপত্র মিলেছে সংশ্লিষ্ট আধিকারিকরা যেগুলি ভাল করে পড়ে দেখবেন। মূল টার্গেট ছিল অবশ্যই শশীকলার পরিবার যারা এখন জয়া টিভি চালায়। এছাড়াও আরও নটি গোষ্ঠীও চলে আসে আয়করের নিশানায় যাদের সঙ্গে শশীকলার পরিবারের কোনও না কোনও আর্থিক যোগাযোগ রয়েছে।

যেদিন তল্লাশি শুরু হয়, সেদিনই আয়কর অভিযোগ করে, জয়া টিভি গোষ্ঠী বেশ কয়েকটি ভুয়ো সংস্থা ও জাল অ্যাকাউন্ট খুলেছে।

যদিও শশীকলার ভাই দিনকরণ এই সব অভিযোগ মানতে রাজি নন, তাঁর দাবি, তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।