২০০০ টাকার নোট অর্থনীতির পক্ষে ভালো নয়, বললেন রামদেব
ABP Ananda, web desk | 20 Feb 2017 08:02 PM (IST)
ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে প্রথম থেকেই জোরালো সওয়াল করেছেন যোগগুরু। কিন্তু ২০০০ টাকার নোট চালু হওয়াটা একেবারেই না-পসন্দ তাঁর। নোট বাতিল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রামদেব বলেছেন, ২০০০ টাকার নোট দেশের অর্থনীতির পক্ষে একেবারেই ভালো নয়। বেশি অঙ্কের নোট শুভ হয় না।তা রাজনৈতিক ও অর্থনৈতিক অপরাধের জন্য দায়ী। ২০০০ টাকার নোটের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি সংক্রান্ত বিষয়ে রামদেব বলেছেন, মোদী সরকারের মাত্র তিন বছর হয়েছে। এখনও দুই বছর বাকি। মোদীজির কার্যকলাপে হতাশ নই। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রচারে কবরস্থান, শ্মশান সংক্রান্ত যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন তা শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতামাত্র বলে মন্তব্য করেছেন রামদেব। উত্তরপ্রদেশে কোন পক্ষ সরকার গড়বে, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রামদেব।