চন্ডীগড়: সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার জিভ ছিঁড়ে আনতে পারলে ২১ লক্ষ টাকা পুরস্কার দেবে ভারতের অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট। আজ তাদের জাতীয় সভাপতি বীরেশ শান্ডিল্য ন্যাশনাল কনফারেন্সের সর্বোচ্চ নেতার মাথার দাম ঘোষণার পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের তদন্ত, গ্রেফতারিও চান।
সম্প্রতি শ্রীনগরের এমপি ফারুক প্রথমে বলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের। পরে বলেন, পাকিস্তান দুর্বল নয়, হাতে চুড়ি পরে বসে নেই যে তাদের নিয়ন্ত্রণে থাকা জম্মু ও কাশ্মীরের অংশটি ফিরে পেতে চাইলে ভারতকে ছেড়ে দেবে! প্রবল বিতর্ক তোলে এই মন্তব্য। শান্ডিল্য বলেন, ফারুক আরএসএসের বিরুদ্ধে কথা বলছেন, পাকিস্তানকে সমর্থন করছেন, ভারতকে অপমান করেছেন ওই মন্তব্যে। বিরাট বিশ্বাসঘাতক ফারুক। তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা উচিত। ফারুকের জিভ কেটে আনলে ২১ লাখ টাকা ইনাম দেব।
এদিকে ফারুকের ওই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পেশ হওয়া জনস্বার্থ পিটিশনের ব্যাপারে কোনও রায় দিতে রাজি হল না দিল্লি হাইকোর্ট। পিটিশনটি পেশ করেন দিল্লির বাসিন্দা নিজেকে সমাজকর্মী বলে দাবি করা জনৈক মৌলানা আনসার রাজা। তাঁর অভিযোগ, ফারুক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে অপমান করেছেন। তাই অবিলম্বে তদন্তের পাশাপাশি গ্রেফতার করতে হবে তাঁকে। উনি এমন সব বিতর্কিত কথাবার্তা বলছেন যাতে দেশ ও দেশের মানুষ এ ধরনের মানুষকে ভারতের নাগরিক বলতে লজ্জা বোধ করেন। যদিও অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ আবেদনকারীকে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে যেতে বলে। রাজার পিটিশন খারিজ করে বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে তারা কোনও মত দিচ্ছে না, কেন্দ্রকে বিষয়টি নিরপেক্ষ চোখে বিবেচনা করতে বলে।