ভদোদরা: খুব ভোরে জাভের নগরে ওয়াঘোড়িয়া রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে এসেছিলেন ভদোদরার এক কলেজ পড়ুয়া।। এটিএমের বাইরে একটি বাক্স পড়ে থাকতে দেখে কৌতুহল হয় তাঁর। বাক্সটি খুলে দেখেন, ভেতরে ঠাসা ২০০০ ও ৫০০ টাকার নোট। লুঠের ঘটনা ভেবে দিনে গতকাল ভোরেই পুলিশকে ফোন করেন। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ওয়াই আর গামিট এ কথা জানিয়েছেন। ওই কলেজ পড়ুয়ার ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই গামিট ও পুলিশ ইন্সপেক্টর জে ভি আমিন ঘটনাস্থলে যান। তাঁর রাতে টহলদারির কাজে মোতায়েন ছিলেন।
এরপর পুলিশ সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার ও এটিএমে টাকা সরবরাহকারী সংস্থার এক আধিকারিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলে। পরে টাকার বাক্স ব্র্যাঞ্চ ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, ওই বাক্সে ২৪.৩৬ লক্ষ টাকা ছিল। এটিএমটিতে যে সংস্থা টাকা ভরার কাজ করে তাদের এক কর্মী ওই বাক্সটি নিয়ে যেতে ভুলে যান। গত ২৩ ফেব্রুয়ারি থেকে বাক্সটি ওই জায়গাতেই পড়েছিল বলে জানা গিয়েছে।
গামিট জানিয়েছেন, তিন-চারদিন ধরে এটিএমের সামনে বাক্সটি পড়েছিল। কিন্তু সেটি যে কারুর নজরে আসেনি, এটা খুবই আশ্চর্যের।
তিন-চারদিন ধরে এটিএমের বাইরে বাক্সে পড়ে ২৪.৬৮ লক্ষ টাকা, ছাত্রের ফোনে মিলল খোঁজ
ABP Ananda, web desk
Updated at:
27 Feb 2017 06:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -