২,০০০-এর নোট কিনবেন? ইবে-র নিলামে দাম চড়েছে দেড়লাখ!
ABP Ananda, Web Desk | 17 Nov 2016 12:41 PM (IST)
নয়াদিল্লি: এটিএমে লাইন দিতে হবে না। টাটকা, হাতে গরম ২,০০০ টাকার নোট চান? সিধে হয়ে যান অনলাইন। বুধবার ২,০০০ টাকার নোট মোটা টাকায় বিক্রি হয়েছে ইবে ইন্ডিয়ার সাইটে। দাম শুরুই হয়েছিল ৩,৫০০ টাকা থেকে। তবে যদি ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে নতুন নোট হাতে পেতে চান, তবে আলাদা কথা। সে ক্ষেত্রে পকেট থেকে একটু বেশি টাকা খসবে। যে সব নোটের সিরিয়াল নম্বরের সঙ্গে ধর্মীয় সম্পর্ক আছে, যেমন ধরুন, এক গোঠা ২,০০০ টাকার নোট শুরু হয়েছে মুসলিমদের কাছে পবিত্র সংখ্যা ৭৮৬ দিয়ে। সে জন্য ইবে-তে দর চড়েছে ১লাখ ৫১হাজার টাকা। জ্যোতিষীরা জানাচ্ছেন, এ দেশে বহু মানুষ গাড়ি, মোবাইল এমনকী বাড়ির ঠিকানাতেও এমন নম্বর চান, যার সঙ্গে ধর্মীয় যোগাযোগ রয়েছে। তাই তাঁরা যে নয়া নোটেও ধর্মের খোঁজ করবেন, তাতে আর বিচিত্র কী। তবে ইবে জানিয়েছে, ২,০০০ টাকার ওই ‘পবিত্র’ নোট এখনও বিক্রি হয়নি। আইনি ঝুটঝামেলা এড়াতে সাইটে যাতে নোটটি না দেখা যায়, সে ব্যবস্থা করেছে তারা।