গোপন সূত্রে খবর পেয়ে আয়কর দফতর এবং দিল্লির অপরাধ দমন শাখার পুলিশ যৌথ অভিযান চালিয়ে দিল্লির হোটেল থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। গ্রেফতার পাঁচজনকে জেরায় জানা গিয়েছে মুম্বইয়ের এক হাওয়ালা কারবারির টাকা এটি। হোটেলের দুটি ঘরে তল্লাশি চালিয়ে স্যুটকেস ও কার্ডবোর্ডের বাক্স থেকে পুরনো নোটে ৩ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর, দিল্লি থেকে মুম্বইয়ে হাওয়ালা কারবারির কাছে পাঠানো হচ্ছিল এই টাকা। পুলিশ সূত্রে খবর, পাচারকারীরা বিমানবন্দরে স্ক্যানিং এড়াতে স্যুটকেস ও কার্ডবোর্ডের বাক্সগুলি আটকাতে ব্যবহার করেছিল বিশেষ ধরনের টেপ।
এদিকে সোমবার সন্ধে বেলা পুলিশ মহারাষ্ট্রের থানে এলাকা থেকে নতুন নোটের এক কোটি টাকা উদ্ধার করে। সেখানে তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকালই নভি মুম্বই থেকে ২৩.৭০ লক্ষ টাকা উদ্ধার হয়।
প্রসঙ্গত, নোট বাতিলের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার এখন নিত্যদিনের রুটিন হয়ে গেছে। কালো টাকার কারবারিদের রুখতে এখন বদ্ধপরিকর আয়কর দফতর।