পুনে: প্রায় ৩ কোটি টাকা অর্থমূল্যের বাতিল হওয়া ৫০০, ১০০০ টাকার নোট উদ্ধার আহমেদনগর জেলার কংগ্রেস কাউন্সিলর সহ ৫ জনের কাছ থেকে। খড়ক থানা সূত্রের খবর, সঙ্গমনের পুর কাউন্সিলের কংগ্রেস কর্পোরেটর গজেন্দ্র আভাং ও আরও চারজন ওই বাতিল নোট বিনিময়ের জন্য রবিওয়ার পেঠ এলাকায় এসেছিলেন। সেখানেই সূত্র মারফত খবর পেয়ে গতকাল রাতে তাঁদের আটক করে পুলিশ। কাদের সঙ্গে ওই বাতিল নোট বিনিময় করার কথা ছিল, তা জানার জন্য তদন্ত চলছে বলে জানান এক পুলিশ অফিসার। তিনি বলেন, ওদের কাছে ৪৮০০০টি বাতিল নোট মিলেছে। সব ৫০০, ১০০০ টাকার, যার মোট অর্থমূল্য ২.৯৯ কোটি টাকা।
২০১৭-র বিশেষ ব্যাঙ্ক নোট (সিজেশন অব লায়াবেলিটিজ) আইনের নানা ধারায় অ-ধর্তব্যযোগ্য অপরাধের মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। আয়কর দপ্তরকেও ওই বাতিল নোট প্রাপ্তির কথা জানানো হয়েছে।
পুনেতে প্রায় ৩ কোটি টাকা অর্থমূল্যের বাতিল নোট উদ্ধার, আটক কংগ্রেস কাউন্সিলর সহ ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jul 2018 01:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -