গতকালই রাহুল বলেন, রাফাল ডিল নিয়ে আরও তথ্য সামনে আসবে শীঘ্রই, দাবি করেন, বেকাররা কাজ হারিয়েছেন এই যুদ্ধবিমান সংক্রান্ত একটি বরাত হ্যাল-এর ইউনিট থাকা সত্ত্বেও তাদের পরিবর্তে রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়ার ফলে। রাফাল: ২০ বছরে বেকারির হার সবচেয়ে বেশি, ৩০০০০ কোটি এমন একজনকে দেওয়া হল যার বিমান তৈরির কোনও ‘স্কিল নেই’, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda | 26 Sep 2018 12:50 PM (IST)
নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ইস্যুতে কেন্দ্রের স্কিল ইন্ডিয়া কর্মসূচিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এস-কিল ইন্ডিয়া’ বলে উল্লেখ করে কটাক্ষ রাহুল গাঁধীর। দেশের স্কিলড বা দক্ষতাসম্পন্ন যুবকরা কাজ পাচ্ছেন না, গত ২০ বছরে বেকারির হার বর্তমানে সবচেয়ে বেশি বলে দাবি কংগ্রেস সভাপতির। রাফাল নিয়ে দুর্নীতি, প্রিয়ভাজনদের এই ডিলে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে লাগাতার বিজেপি, মোদী সরকারকে আক্রমণ করে যাচ্ছেন তিনি। আজ তিনি ট্যুইট করেছেন, ৩০০০০ কোটি টাকা হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল) এর কাছ থেকে কেড়ে এমন একজনকে দেওয়া হল যাঁর বিমান তৈরির কোনও স্কিল, দক্ষতাই নেই। ওদিকে লাখ লাখ সুদক্ষ যুবক গত ২০ বছরে সবচেয়ে বেশি বেকারির হারের সম্মুখীন। এ ব্যাপারে একটি সমীক্ষার উল্লেখ করা মিডিয়া রিপোর্টও ট্যুইটে জুড়ে দেন তিনি।