রাফাল নিয়ে দুর্নীতি, প্রিয়ভাজনদের এই ডিলে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে লাগাতার বিজেপি, মোদী সরকারকে আক্রমণ করে যাচ্ছেন তিনি। আজ তিনি ট্যুইট করেছেন, ৩০০০০ কোটি টাকা হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল) এর কাছ থেকে কেড়ে এমন একজনকে দেওয়া হল যাঁর বিমান তৈরির কোনও স্কিল, দক্ষতাই নেই। ওদিকে লাখ লাখ সুদক্ষ যুবক গত ২০ বছরে সবচেয়ে বেশি বেকারির হারের সম্মুখীন। এ ব্যাপারে একটি সমীক্ষার উল্লেখ করা মিডিয়া রিপোর্টও ট্যুইটে জুড়ে দেন তিনি।
গতকালই রাহুল বলেন, রাফাল ডিল নিয়ে আরও তথ্য সামনে আসবে শীঘ্রই, দাবি করেন, বেকাররা কাজ হারিয়েছেন এই যুদ্ধবিমান সংক্রান্ত একটি বরাত হ্যাল-এর ইউনিট থাকা সত্ত্বেও তাদের পরিবর্তে রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়ার ফলে।