বাড়িতে মিলল ৩১ লক্ষ টাকার বাতিল নোট, আটক গুজরাতের বিজেপি নেতার ভাই
ABP Ananda, web desk | 23 Nov 2016 02:34 PM (IST)
ভদোদরা: গুজরাতের এক বিজেপি নেতা ভাইয়ের বাড়িতে মিলল ৩২ লক্ষ টাকার বাতিল নোট। অভিযুক্ত বৈকুন্ঠ পাভার ওরফে ‘দাবাং’কে ওই টাকা উদ্ধারের পর আটক করেছে। পুলিশের জয়েন্ট কমিশনার ডি জে পটেল এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পাবার তাঁর বাড়িতে নগদ টাকা রেখেছে বলে পুলিশ নির্ভরযোগ্যসূত্রে খবর পায়। এই খবরের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ভদোদরা পুরসভার বিজেপি কর্পোরেটর বিজয় পাওয়ারের ভাই। এই ঘটনায় বিস্তারিত তদন্ত করছে ক্রাইম ব্র্যাঞ্চ।