ট্রাস্টকে দান করতে নিয়ে যাচ্ছিলেন? মহারাষ্ট্রের ব্যবসায়ীর কাছ থেকে হাজার নোটের ৪ কোটি টাকা বাজেয়াপ্ত মধ্যপ্রদেশে
Web Desk, ABP Ananda | 12 Nov 2016 05:07 PM (IST)
ভোপাল: হিসাববর্হিভূত হাজারের নোটের প্রায় ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল মধ্যপ্রদেশ পুলিশ। বুরহানপুর জেলায় এক চেকপোস্টে গতকাল রাতে তল্লাশির সময় সাব্বির হুসেন নামে মহারাষ্ট্রের বুলধানা জেলার মালকাপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে ওই বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছে বলে জানান বুরহানপুরের পুলিশ সুপার অনিল সিংহ কুশাওয়া। পুরোটাই সদ্য বাতিল ঘোষিত হাজার টাকার নোট। পুলিশ খবর দিয়েছে আয়কর অফিসারদের। কুশাওয়া বলেন, হাজার টাকার নোট নিষিদ্ধ হওয়ায় সম্ভবত ওই অর্থ বুরহানপুর টাউনের একটি কমিউনিটি ট্রাস্টকে দান করার জন্য নিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। ওই পুলিশ অফিসার জানান, বুরহানপুরের নেপানগর বিধানসভা কেন্দ্রে ১৯ নভেম্বর উপনির্বাচন থাকায় নির্বাচন কমিশনের নির্দেশে জোর তল্লাসি চালানো হচ্ছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সীমান্ত এলাকায়। তেমনই এক তল্লাসি অভিযানেই মিলেছে ওই অর্থ।