চেন্নাই: এক ব্যক্তির থেকে ৪৫ কোটি মূল্যের পুরনো বাতিল নোট উদ্ধার করল চেন্নাই পুলিশ। পিচবোর্ডের পেটির মধ্যে নোটগুলি লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অ্যাসিস্টেন্ট কমিশনারের নেতৃ্ত্বে একটি টিম কোড়ামবক্কম এলাকার জাকারিয়া কলোনির একটি বাড়িতে হানা দেয়। সেখানে একটি দোকানঘর থেকে ওই বিপুল পরিমাণ বাতিল নোট উদ্ধার হয়।
জানা গিয়েছে, ওই বাড়ির মালিক নিজেকে আইনজীবী ও ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছে। ধান্দাপানি নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তির একটি জামাকাপড়ের দোকানও আছে। সেখান থেকে বিভিন্ন স্কুল, পুলিশ ও সামরিক উইনিফর্ম পাওয়া যায় বলেও জানা গিয়েছে।
তাঁকে আটক করেছে পুলিশ। যদিও ধান্দাপানির দাবি, ওই টাকা তাঁর নয়। এক ব্যক্তি তাঁকে ওই টাকা রাখতে দিয়েছেন। নোট উদ্ধারের পর আয়কর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অবগত করা হয় পুলিশের তরফে।