নয়াদিল্লি: নোট বাতিলের পর আজই ব্যাঙ্কে পুরানো নোট জমা করার শেষদিন। এবার নোট বাতিলের পর ব্যাঙ্কগুলিতে জমা টাকার হিসেব-নিকেশ শুরু হয়েছে। সূত্রের খবর, গত ৮ নভেম্বরের পর জমা পড়া চার লক্ষ কোটি টাকা হিসেববহির্ভূত বলে সন্দেহ করা হচ্ছে। আয়কর বিভাগ যে সব অ্যাকাউন্টে ওই টাকা জমা হয়েছে সেগুলি খতিয়ে দেখবে। যারা আয়ের উত্স দেখাতে পারবেন না তাঁদের নোটিশ পাঠাতে চলেছে আয়কর বিভাগ।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত ১.১৪ লক্ষ অ্যাকাউন্টে নগদ ৮০ লক্ষ টাকা বা তার বেশি টাকা জমা পড়েছে। মোট পরিমাণ ৪ লক্ষ কোটি টাকা। আয়কর আধিকারিকদের সন্দেহ, এই অর্থের একটা বড় অংশই তাঁদের কাছ থেকেই এসেছে যাঁরা কর ফাঁকি দিয়েছেন। এই অ্যাকাউন্টগুলিতে প্রকৃত কত টাকা জমা পড়েছে তা যাচাই করে আয়কর রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে। আধিকারিকরা বলছেন, প্রকৃত করদাতাদের বাড়িতে নগদের টাকা জমিয়ে রাখার সম্ভাবনা নেই।
অস্বাভাবিক হারে টাকা জমা দেওয়ার ঘটনায় আয়কর বিভাগ ইতিমধ্যে ৫০০০ নোটিশ জারি করেছে।
আয়কর বিভাগের নজরে রয়েছে সেইসব জনধন অ্যাকাউন্টগুলি, যেখানে অস্বাভাবিক টাকা জমা পড়েছে। এছাড়াও এক-দুই বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলিতে নোট বাতিলের পর অস্বাভাবিকহারে টাকা জমা পড়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও লক্ষ্য করা গিয়েছে যে, ১০ নভেম্বর থেকে ওই মাসের শেষ পর্যন্ত ১.৭৭ লক্ষ ঋণগ্রাহক ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পুরানো নোটে মিটিয়েছেন। এক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ শোধ হয়েছে। বিপুল অঙ্কের ঋণ নগদে পরিশোধ করার বিষয়টিও খতিয়ে দেখতে চায় আয়কর বিভাগ।