নয়াদিল্লি: নোট বাতিলের ঘোষণার জেরে সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবে আরও ছাড়ের সিদ্ধান্ত নিল মোদী সরকার।


একদিকে আগামীকাল পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে সরকারি বিল মেটানোর সুরাহা দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী শনি ও রবিবার নোট বদলের পাশাপাশি দেশের সব ব্যাঙ্কে পুরোদমে চালু থাকবে সব ধরনের পেমেন্ট পরিষেবাও।


এদিন কেন্দ্র জানিয়েছে, আগামীকাল মধ্যরাত পর্যন্ত পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে সরাকারি ফি সহ বিভিন্ন ইউটিলিটি বিল জমা দেওয়া যাবে।


এদিন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস টুইট করে জানান, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ফি, চার্জ, কর, বকেয়া মেটানো যাবে।


আরও পড়ুন: 


নোট বাতিলের প্রতিক্রিয়া, ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন, প্রবল সমস্যায় মানুষ


বৃহস্পতিবারই আসছে নতুন নোট, দু’হাজারের নোটে থাকবে মঙ্গলযানের এবং পাঁচশোর নোটে থাকবে লালকেল্লার ছবি


এর জন্য পুরসভা সহ সমস্ত সরকারি দফতর পুরনো নোট দিতে বাধ্য। পাশাপাশি, তিনি এ-ও জানান, বিদ্যুৎ ও জল সংযোগের মতো পরিষেবামূলক বিলও পুরনো নোট দিয়ে মেটানো যাবে।


এর আগে, মঙ্গলবার পুরনো নোট বাতিল করার সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষেত্রবিশেষে ১১ তারিখ মধ্যরাত পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করেছিলেন।


সেই তালিকায় ছিল রেল ও মেট্রো টিকিট, বিমান টিকিট, রেল কেটারিং, রান্নার গ্যাস এবং প্রেসক্রিপশন সহ ওষুধ।


পাশাপাশি, সরকারি হাসপাতাল, সরকারি দুধের ডিপো, শ্মশান, কবরস্থান, এবং পেট্রোল পাম্পেও ওই ছাড় বলবৎ করা হয়েছিল।


আরও পড়ুন: 


মধ্যরাত থেকে পুরনো ৫০০, ১০০০ নোট বাতিল, ঘোষণা মোদীর


নোট বাতিল: 'সাহসী' পদক্ষেপ জানালেন রাষ্ট্রপতি, সমালোচনায় কংগ্রেস, সিপিএম


এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে। এদিন এক নির্দেশিকা জারি করে আরবিআই জানিয়েছে, শুধুমাত্র পুরনো নোট বদলই নয়, আগামী শনি ও রবিবার পুরোদমে চালু থাকবে ব্যাঙ্কের পেমেন্ট সংক্রান্ত পরিষেবাও।


অর্থাৎ, অন্যান্য কাজের দিনের মতোই এই দুদিনও ইলেকট্রনিক ট্রান্সফার, চেক-ক্লিয়ারেন্স, আরটিজিএস, এনইএফটি, রেপো সহ সকল পেমেন্ট মাধ্যমের সুবিধা পাবেন গ্রাহকরা।