নয়ডা: একটি কুকুরের গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনায় যুক্ত ব্যক্তির সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করল একটি পশুপ্রেমী সংগঠন। রাস্তার একটি কুকুরকে এভাবে নৃশংসভাবে মেরে ফেলার ভিডিও গত শনিবার প্রকাশ্যে এসেছে।
ভিডিওতে রাস্তার কুকুরকে মারতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার সম্পর্কে তথ্য দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে এইচএসআই।
ভিডিওতে ওই ব্যক্তিকে কুকুরের পেটে ও গলায় চেপে রেখে ফাঁস দিতে দেখা যাচ্ছে।
ওই ঘটনা নয়ডার সেক্টর ৪৫-এর সদরপুর বাজারের কাছে ঘটেছে বলে জানা গেছে।
প্রকৃতি ও জন্তু-জানোয়ারের প্রতি মানুষের প্রতিকূল আচরণ মোকাবিলার লক্ষ্যে কর্মরত সংগঠন ফউনা পুলিশ এবং হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল (এইচএসআই) ইন্ডিয়া ভিডিওটি শেয়ার করে। সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হযেছে।
কুকুরের পেটে ও গলায় পা দিয়ে চেপে ফাঁস লাগিয়ে হত্যা, অভিযুক্ত সম্পর্কে তথ্য দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2017 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -