কান্নুর (কেরল): বেঙ্গালুরু থেকে আসা কেরল রাজ্য পরিবহণ নিগমের একটি বাসের দুই যাত্রীর কাছ থেকে মিলল হিসাবহীন ৫১ লক্ষ ৮৬ হাজার টাকা। প্রায় সব টাকাই নতুন ২ হাজারের নোটে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে ইরিটির কাছে ওই বাসে হানা দেন কেরল এক্সাইজ দপ্তরের লোকজন। রঞ্জিত সারাঙ্গি ও রাহুল আধিক ওরফে রাহুল ঘাটু নামে ওই দুই যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা মেলে। দু হাজার টাকার নোটে ৫১ লক্ষ ৮০ হাজার টাকা, ১০০-র নোটে বাকি ৬৩০০ টাকা।
দুজনেরই বয়স কুড়ির কোঠায়। মহারাষ্ট্র থেকে আসছিল তারা। টাকার উত্স সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেনি তারা। কোনও কাগজপত্রও দেখাতে পারেনি। তাদের আটক করা হয়।


মালাপ্পুরমের তিরুরে ২০০০ নোটে ৩৯.৯৮ লক্ষ টাকা পুলিশ বাজেয়াপ্ত করার দুদিনের মাথায় এই হিসাবহীন অর্থ পাওয়া গেল।
২ হাজার টাকার নোট ঘিরে মুদ্রা বিনিময় চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত শুক্রবারই শৌকত আলি নামে এক ব্যক্তির হেফাজত থেকে তিন লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। জেরায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৬.৯৮ লক্ষ টাকা উদ্ধার করে এক ব্যবসায়ীর কাছ থেকে।