‘এক পদ, এক পেনশন’ প্রকল্পে ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ, বললেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 30 Oct 2016 08:03 PM (IST)
নয়াদিল্লি: চার দশকের দাবি পূরণ করে ‘এক পদ, এক পেনশন’ প্রকল্প বাস্তবায়িত করেছে কেন্দ্রীয় সরকার। প্রথম কিস্তির ৫,৫০০ কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা হয়েছে। দীপাবলিতে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের দীপাবলি সেনা জওয়ানদের উৎসর্গ করেছেন মোদী। পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যে জওয়ানদের বীরত্ব ও বলিদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দীপাবলির উপহার হিসেবেই এদিন ‘এক পদ, এক পেনশন’ প্রকল্প বাস্তবায়িত করার ঘোষণা করেছেন মোদী। তিনি নাম না করে কংগ্রেস তথা ইউপিএ সরকারের সমালোচনা করে বলেছেন, ’৪০ বছর ধরে এই বিষয়টি ঝুলে ছিল। পূর্বতন সরকারের কিছু লোক এক পদ, এক পেনশনের বিষয়টি জানতেনই না। সেই কারণে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অনেকেই ভেবেছিল এই প্রকল্প চালু না করা হলে অবসরপ্রাপ্ত জওয়ানদের একাংশ সরকারের বিরুদ্ধে চলে যাবেন। কিন্তু সেটা হয়নি।’ এদিন হিমাচল প্রদেশে গিয়ে ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন মোদী। তিনি একটি গ্রামেও যান। সেখানে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ সেনাবাহিনীর প্রশংসা করেন মোদী। এরপরেই ‘এক পদ, এক পেনশন’ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা।