নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য বরাদ্দ ৯ কোটি টাকার মধ্যে ৬.৪ কোটি টাকাই ব্যয় হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টে। এরমধ্যে প্রায় দু কোটি টাকা ব্যয় হয়েছে যখন ২০১৫ সালে ফ্রান্স সফরে গিয়েছিলেন মোদী সেসময়। রাজ্যসভাকে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ। তবে ম্যাডিসন স্কোয়ারে মোদীর সভায় যোগদানের জন্যে যে আয়োজন ছিল, সেখানে কত টাকা ব্যয় হয়েছে, সেবিষয় কোনও তথ্য দেওয়া হয়নি। সেখানে মোদীর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিল 'ওভারসিস ফ্রেন্ডস অফ বিজেপি' নামের এক সংগঠন। সূত্রের খবর গত ২৬ মাসে মোদী মোট ৫১টি দেশে সফর করেছেন।