কটক: এখন পর্যন্ত ৭০ হাজার কোটি টাকার কালো টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে জানালেন কালো টাকা সংক্রান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ডেপুটি চেয়ারম্যান বিচারপতি অরিজিত পাসাওয়াত। তিনি আরও জানিয়েছেন, সিটের ষষ্ঠ অন্তর্বর্তী রিপোর্ট আগামী এপ্রিলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে।

বিচারপতি পাসাওয়াত জানিয়েছেন, বিদেশে ভারতীয়দের টাকা মজুত রাখা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ফাঁস হওয়া সূত্রের ভিত্তিতে সরকারি তদন্তে ১৬ হাজার কোটি উদ্ধার হয়েছে। ওই অর্থ মিলিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি কালো টাকার হদিশ  মিলেছে।

বিচারপতি পাসাওয়াত জানিয়েছেন, কালো টাকার উত্স নিয়ন্ত্রণের জন্য গত দুই বছরে সিটের অন্তর্বর্তী রিপোর্টে বিভিন্ন সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলির বেশিরভাগই সরকার গ্রহণ করেছে এবং আরও কয়েকটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন।

বিচারপতি পাসাওয়াত জানিয়েছেন, ১৫ লক্ষ টাকার বেশি নগদ থাকলে তা অঘোষিত অর্থ বলে বিবেচনার প্রস্তাব সিট দিয়েছে। এই প্রস্তাব সরকার বিবেচনা করে দেখছে।

তিনি আরও বলেছেন, সিট ৩ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনকে বেআইনি ও শাস্তিযোগ্য হিসেবে বিবেচনার যে প্রস্তাব দিয়েছিল সরকার তা ইতিমধ্যেই তা রূপায়ণ করেছে।