নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন বেড়ে হল ৯ হাজার টাকা। পাশাপাশি তাঁদের এক্স গ্রাশিয়াও দ্বিগুণ বাড়ানো হল বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভারপ্রাপ্ত এই মন্ত্রীর আজকের এই ঘোষণায় উপকৃত হবেন দেশের প্রায় ৫০-৫৫ লক্ষ পেনশনার।
মঙ্গলবার এখানে স্ট্যান্ডিং কমিটি অব ভলান্টারি এজেন্সিস-এর ২৯-তম সভার ভাষণে এই ঘোষণা করেন তিনি।
পিএমও-র ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জানান, কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এক্সগ্রাশিয়া এখনকার ১০-১৫ লক্ষ থেকে বেড়ে হচ্ছে ২৫-৩৫ লক্ষ টাকা।  প্রায় ৮৮ শতাংশ পেনশন অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
পেনশন ও পেনশনভোগীদের উন্নয়ন সংক্রান্ত শাখা আয়োজিত বৈঠকে তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাজে লাগানোর কথা বলেন। জিতেন্দ্র সিংহের মতে, ভারতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উত্পাদনমুখী শক্তি। ওদের অভিজ্ঞতা, জ্ঞান, উদ্যমকে ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা দরকার।  এজন্য় একটা প্রাতিষ্ঠানিক মেকানিজম থাকা চাই। পেনশনারদের অভিজ্ঞতা থেকে আমাদের শেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।


জিতেন্দ্র এও  বলেন, পেনশন ও পেনশনারদের উন্নয়ন সংক্রান্ত দপ্তরকে এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে পেনশনারদের দেশ গঠন প্রক্রিয়ায় সামিল করা যায়।


বৈঠকে পেনশনারদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। পেনশনভোগীদের দাবিদাওয়া, সুপারিশ নিয়ে আলোচনা হয়।