মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে ৯১.৫ লক্ষ টাকা উদ্ধার
ABP Ananda, Web Desk | 18 Nov 2016 12:42 PM (IST)
মুম্বই: মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে প্রায় ৯২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। জানা গেছে, স্থানীয় ওসমানাবাদ পুরসভা কর্মীরা ওই টাকা উদ্ধার করেছেন। বাতিল হয়ে যাওয়া ১,০০০ টাকার নোটে ওই ৯১.৫ লক্ষ টাকা মন্ত্রীর সংস্থা লোকমঙ্গল গ্রুপের। ওসমানাবাদের কালেক্টর জানিয়েছেন, সামনে পুরভোট থাকায় আচমকা গাড়িতে তল্লাশি চালান পুরকর্মীরা। তখনই ওই টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা লোকমঙ্গল গ্রুপের এক কর্মী জানিয়েছেন, টাকা লোকমঙ্গল ব্যাঙ্কের। তবে অভিযুক্ত মন্ত্রীর দাবি, ওই গ্রুপের একটি চিনি কারখানা কর্মীদের মাইনে দেওয়ার জন্য ৯১.৫লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া টাকা জমা দেওয়া হয়েছে স্থানীয় কোষাগারে। লোকমঙ্গল গ্রুপের কাছ থেকে এই টাকার উৎস জানতে চাওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে আয়কর বিভাগ ও পুলিশে। যদি লোকমঙ্গল টাকা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে, তবে তাদের ফিরিয়ে দেওয়া হবে ওই টাকা। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা জানাজানি হওয়ার পরেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও কংগ্রেস দেশমুখের পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, ওই মন্ত্রী কালো টাকা সরানোর চেষ্টা করছিলেন। এর আগেও অর্থ সংক্রান্ত বেনিয়মের অভিযোগে ওই গোষ্ঠী সেবি-র নজরদারিতে আসে। যদিও সুভাষ দেশমুখের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা যায়নি।