জয়পুর: আরএসএস, অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। দুজনই মেরুকরণ ঘটিয়ে নিজেদের এজেন্ডা পূরণ করে। বললেন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী।
নরেন্দ্র মোদীর শাসনে মুসলিমদের প্রতি অবহেলা করা হচ্ছে বলে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির তোলা অভিযোগের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

গতকাল কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শাখা সহ সরকারি দপ্তরে কতজন মুসলিম চাকরি পেয়েছেন, মোদীর কাছে সেই পরিসংখ্যানও চান ওয়েইসি।

কিন্তু কংগ্রেস মুখপাত্রটি ওয়েইসি ও সঙ্ঘকে একই সারিতে বসিয়ে বলেন, ওরা স্রেফ নিজেদের স্বার্থ পূরণে একটি নির্দিষ্ট মানসিকতাকে চাঙ্গা, জোরদার হতে দেয়।
প্রিয়ঙ্কা আরও বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মোদীর চেয়ে অনেক বেশি ভারতীয়। শুধু সংসদের ভিতরেই নয়, বাইরেও মানুষের কণ্ঠস্বর তুলে ধরায় রাহুলের প্রশংসা করেন তিনি। বলেন, ওনার সম্পর্কে অনেক আপত্তিকর মন্তব্যই করা হয়, কিন্তু উনি কাজ করে যান।