নয়াদিল্লি: সম্প্রতি অসমে বিধানসভা নির্বাচন জিতে প্রথমবারের জন্যে উত্তর-পূর্বের কোনও রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। অসমের মুখ্যমন্ত্রী পদে গতকালই শপথ নিয়েছেন ভারতীয় জনতা দলের সর্বানন্দ সোনওয়াল। তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা-র সমর্থনে ফের সরব হল আরএসএস। শুধু সমর্থনই নয়, তাঁদের দাবি আফস্পা-র যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা আসলে দেশদ্রোহী।
আরএসএস এক সম্পাদকীয়তে দাবি করেছে, অবিলম্বে কেন্দ্রের উচিত্ যেকোনও অতি সংবেদনশীল এলাকার পুলিশদের হঠাত্ করে রাজ্যে অচলাবস্থা সৃষ্টি হলে, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া। যতক্ষণ না সেইসমস্ত এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছে, ততক্ষণ যেন আফস্পা ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ, তেমনই নির্দেশ থাকা উচিত্, মত আরএসএস-এর।


এইমুহূর্তে ভারতের যে সমস্ত রাজ্যে আফস্পা জারি রয়েছে তারমধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, মণিপুর এবং উত্তর-পূর্বের আরও কিছু সংবেদনশীল এলাকা।

আফস্পা-র সমর্থনে আরএসএস দাবি করে, ভারতে এইমুহূর্তে এমনকিছু মানুষ রয়েছে যারা বাকস্বাধীনতার অধিকার ব্যবহার করে দেশের মধ্যে দেশবিরোধী ভাবনা-চিন্তাকে ছড়িয়ে দিচ্ছে। দেশদ্রোহীতা প্রসঙ্গে কানহাইয়া কুমারের কথাও উল্লেখ করা হয়েছে আরএসএস-এর সম্পাদকীয়তে।