চৌহানের দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণও এই উদ্যোগের উদ্দেশ্য। কারণ, হিন্দুদের তুলনায় মুসলিম মহিলাদের বেশি সন্তান হয়।
‘লাভ জেহাদ’ ঠেকাতে নয়া দাওয়াই আরএসএসপন্থী সংগঠনের, ‘মেয়ে বাঁচাও, বউ আনো’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2017 06:19 PM (IST)
নয়াদিল্লি: কোনও মুসলিম ছেলের সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ও বিয়েকে 'লাভ জেহাদ' তকমা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এর মোকাবিলায় আরএসএসের স্বীকৃত সংগঠন হিন্দু জাগরন মঞ্চ ‘মেয়ে বাঁচাও, বউ আনো (বেটি বাঁচাও, বহু লাও)’ কর্মসূচীর কথা জানিয়েছে। এই কর্মসূচীর মূল লক্ষ্য হল, মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে আটকানো এবং মুসলিম তরুণীদের সঙ্গে হিন্দু যুবকদের বিয়ে দেওয়া। আরএসএস পন্থী এই সংগঠন আগামী ছয় মাসের মধ্যে ২,১০০ মুসলিম তরুণীর সঙ্গে হিন্দু তরুণদের বিয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। মঞ্চর এক অন্যতম শীর্ষ নেতা অজ্জু চৌহান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘লাভ জেহাদের মাধ্যমে মুসলিম তরুণরা শুধু হিন্দু তরুণীদের লক্ষ্য করছে। ধর্মের পরিচয় লুকিয়ে রেখে তারা হাতে ডুরি বেঁধে, কপালে তিলক কেটে, এমনকি হনুমান চালিশা পাঠ করেও হিন্দু মেয়েদের প্রচারিত করে তারা। এবার ওরা যে ভাষা ওরা বোঝে, সেই ভাষাতেই ওদের বোঝাব’।
চৌহানের দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণও এই উদ্যোগের উদ্দেশ্য। কারণ, হিন্দুদের তুলনায় মুসলিম মহিলাদের বেশি সন্তান হয়।
চৌহানের দাবি, জনসংখ্যা নিয়ন্ত্রণও এই উদ্যোগের উদ্দেশ্য। কারণ, হিন্দুদের তুলনায় মুসলিম মহিলাদের বেশি সন্তান হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -