নয়াদিল্লি: কেরলের পালাক্কাড়ের কর্ণাক্কিয়াম্মান স্কুলে সরকারি নিষেধাজ্ঞা অস্বীকার করে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।
জেলা শাসক এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলে রাজনৈতিক নেতাকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। শুধু কোনও শিক্ষক বা জনতার নির্বাচিত প্রতিনিধি তা করতে পারেন।
কিন্তু জেলা শাসকের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি। তারা জানিয়ে দেয়, প্রশাসন যাই বলুক, ভাগবতই জাতীয় পতাকা তুলবেন। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করেই সরসঙ্ঘচালক পতাকা উত্তোলন করেন।
ফলে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জেলা প্রশাসন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও কেরলের স্কুলে জাতীয় পতাকা তুললেন আরএসএস প্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2017 10:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -