অযোধ্যায় রাম মন্দির নির্মাণ না হলে আমাদের সংস্কৃতির শেকড় কাটা পড়বে, বললেন মোহন ভাগবত
ABP Ananda, Web Desk | 16 Apr 2018 09:00 AM (IST)
পুনে: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে জোরদার সওয়াল করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরই তৈরি হবে তা না হলে ভারতীয় সংস্কৃতির শেকড় কাটা পড়বে। সরসঙ্ঘচালকের মন্তব্য, ভারতের মুসলমানরা রাম মন্দির ভাঙেননি। ভারতীয়রা এমন কাজ করতে পারেন না। ভারতীয়দের মনোবল ভাঙার জন্য বিদেশিরা ওই মন্দির ভাঙে। কিন্তু আজ দেশ স্বাধীন। রাম মন্দির পুনর্নির্মাণের অধিকার রয়েছে আমাদের, ওটি শুধু মন্দির নয়, আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ভাগবত আরও বলেছেন, মন্দির যে অযোধ্যায় তার পুরনো ভূমিতেই তৈরি হবে তাতে কোনও সন্দেহ নেই। দেশের নানা জায়গায় চলা সাম্প্রদায়িক অশান্তির জন্য বিরোধীদের দায়ী করেছেন তিনি।