পালাক্কড়: দেশের ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে সঙ্ঘ কর্মীদের পরিচালিত স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কেরলের পালাক্কড়ে বিদ্যা ভারতী পরিচালিত ভিয়াসা বিদ্যা পীঠম উচ্চ মাধ্যমিক স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাগবত।
গত বছরের স্বাধীনতা দিবসে সরকারি সাহায্যপ্রাপ্ত কর্নাকিয়াম্মান উচ্চমাধ্যমিক স্কুলে পালাক্কড়ের কালেক্টরের নির্দেশ উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্ক তৈরি করেছিলেন ভাগবত। কালেক্টরের নির্দেশে বলা হয়েছিল, স্কুলে শুধুমাত্র প্রতিষ্ঠানের প্রধানরাই জাতীয় পতাকা উত্তোলন করবেন।
যদিও আরএসএস দাবি করেছিল, সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সরকারের নির্দেশিকা তাদের ওপর প্রযোজ্য নয়। তাই ভাগবসেক ওই স্কুলে জাতীয় পতাকা উত্তোলনে ভুল কিছু নেই। কারণ, এই অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে।
ওই ঘটনায় রাজ্যের শাসক সিপিএম এবং বিরোধী দল কংগ্রেস- উভয়েই সরকারি নির্দেশ অমান্য করার জন্য ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানিয়েছিল সরকারের কাছে। সরকারের পক্ষ থেকেও স্কুল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হয়েছিল।


সূত্রের খবর, ভাগবত পালাক্কড়ে আরএসএস কর্মীদের তিনদিনের একটি কর্মশালায় যোগ দেবেন। এই কর্মশালায় সঙ্ঘের প্রায় পাঁচ হাডার কর্মী হাজির থাকবেন। প্রজাতন্ত্র দিবসের ভাষণে ভাগবত ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের আর্জি জানিয়েছেন।