নয়াদিল্লি: মাদার টেরেজার মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত চাইল আরএসএস। বাচ্চা বিক্রির অভিযোগে ওই সংস্থার রাঁচির শেল্টার হোম নির্মল হৃদয়ের সন্ন্যাসিনীর গ্রেফতারি ঘিরে বিতর্কের মধ্যেই সঙ্ঘ পরিবারের দিল্লি শাখার প্রচার প্রমুখ রাজীব তুলি বলেছেন, বিষয়টি খুবই গুরুতর। মিশনারিজ অব চ্যারিটির কার্যকলাপের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।

গত সপ্তাহেই গ্রেফতার করা হয় মাদার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির রাঁচির ওই হোমের এক মহিলা ও এক সিস্টারকে। অভিযোগ, তাঁরা হোমেরই এক নাবালিকার জন্ম দেওয়া সদ্যোজাত শিশুকে উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন।
ঝাড়খন্ডের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রঘুবর দাশ অভিযোগের তদন্ত করতে বলেছেন ঝাড়খন্ড স্টেট চাইল্ড প্রটেকশন কমিশনকে। মিশনারিজ অব চ্যারিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তারাও সত্য উদ্ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
গতকালই এ নিয়ে বিজেপিকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা মাদারের প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে চাইছে বলে তাঁর অভিযোগ।