কেরলে ক্যাডারদের খুনের বিচারবিভাগীয় তদন্ত দাবি আরএসএসের
Web Desk, ABP Ananda | 04 Aug 2017 06:18 PM (IST)
নয়াদিল্লি: কেরলে তাদের কর্মীদের রাজনৈতিক কারণে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারবিভাগীয় তদন্ত চাইল আরএসএস। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের মত, রাজ্যে সঙ্ঘের সম্প্রসারণ ঠেকানোই তাদের কর্মীদের খুন করা হচ্ছে। ২০১৬-র অক্টোবর থেকে ১৪ জন সঙ্ঘ কর্মী খুন হয়েছেন বলে দাবি তাঁর। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেরল সরকারকে সাংবিধানিক দায়বদ্ধতা পালন করে রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে রাজ্যে সঙ্ঘ কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনাগুলির বিচারবিভাগীয় তদন্ত করানো উচিত। দিনদিন বেশি বেশি করে গরিব, সাধারণ মানুষ আরএসএসে যোগ দিচ্ছেন, শাসক সিপিএমের সেটা পছন্দ হচ্ছে না। তাই আমাদের কর্মীদের ওরা খুন করছে। এগুলি কোনও মামুলি খুন নয়, রাজনৈতিক হত্যা। কেরলে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন কেন, প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে বলে রাজ্যের মানুষজন রাষ্ট্রপতি শাসনই চাইছেন। সিপিএম কর্মীদের হাতে রাজেশ নামে যে সঙ্ঘ কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ, তাঁর বাড়িতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সমবেদনা জানাতে যাবেন বলে জানান হোসাবালে।